January 15, 2025, 8:37 am
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের জোড়দিয়া গ্রামের একজন ভূমিহীন দরিদ্র বাসিন্দা ও দিনমজুর। তার সংসারে ৫ জন সদস্য অথচ তিনিই একামাত্র উপার্জনকারী। তার আর্থিক অবস্থাও ভালো নয় এবং আমার কোন নিজস্ব জমি নাই। অন্যের দেয়া জমিতে বসবাস করে। বর্তমানে তিনি একটি জরাজীর্ণ কাচা (তক্তা ও পলিথিনের বেড়া) ঘরে পরিবারের সকলকে নিয়ে অতি কষ্টে ও ঝুঁকির মধ্যে বসবাস করছেন। বিগত আম্ফান ঝড়ে তার কাঁচা ঘরটি ভেঙে যায় কিন্তু তিনি আবেদন করেও কোন নতুন ঘর পাননি।
তার একাধিক সন্তান পড়–য়া/ শিক্ষার্থী। একার উপার্জনে সংসারেই তিনি হিমশিম খাচ্ছেন। যে কোন প্রাকৃতিক বিপর্যয়ের সময় তিনি পরিবারের সদস্যদের নিয়ে প্রাণ বাঁচানোর জন্য অন্যত্র আশ্রয় নেন। ঝড়-বৃষ্টি হলেই তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে খুবই দুঃচিন্তায় থাকেন। তার পরিবার নিয়ে বসবাসের অবস্থা স্বচক্ষে না দেখলে বিশ্বাস করার মত নয়। বর্তমানে তিনি সরকারে কোন সাহায্যও পান না বলে জানানা। অভাবের তাড়নায় তিনি নিরাপদ কোন ঘর তৈরী করাও তার পক্ষে সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় তিনি তদন্তপূর্বক একটি বসতঘর পাবার জন্য আবেদন জানান।
Comments are closed.