December 26, 2024, 11:02 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বাংলাদেশের জলসীমায় মাছ শিকারকালে ভারতীয় ট্রলার আটক

বাংলাদেশের জলসীমায় মাছ শিকারকালে ভারতীয় ট্রলার আটক

বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেরা অনুপ্রবেশ করে অবৈধভাবে মাছ ধরার সময় ট্রলারসহ আনুসঙ্গিক মালামাল আটক করেছে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নিরাপত্তা কাজে নিয়োজিত সুন্দরবন স্মার্ট পেট্রল টিমের সদস্যরা। মঙ্গলবার ভোর ৬ টার দিকে ট্রলার আটক করার সময় ভারতীয় জেলেরা স্মার্ট টিমের উপস্থিতি টের পেয়ে তড়িঘড়ি করে সুন্দরবনের ভেতরে পালিয়ে যায়।

সাতক্ষীরা সহকারি বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান এ বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, সুন্দরবনে নিরাপত্তা টহল দেয়ার সময় বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অবস্থান নিশ্চিত হয়ে কৈখালী বন স্টেশন কর্মকর্তা (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে স্মার্ট পেট্রল টিমের সদস্যরা অভিযান চালিয়ে একটি ভারতীয় মাছ ধরা ট্রলার আটক করে। স্মার্ট পেট্রল টিমের সদস্যদের উপস্থিতি টের পেয়ে ভারতীয় জেলেরা ট্রলার ফেলে সুন্দরবনে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে ৫ লক্ষাধিক টাকা মূল্যের একটি ট্রলার, দেড় লক্ষাধিক টাকা মূল্যের জাল সহ আনুসঙ্গিক মালামাল আটক করা হয়। এ ঘটনায় বন আইনে একটি মামলা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com