November 21, 2024, 8:46 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বাংলাদেশের সিনেমা পৃথিবীর সুন্দরতম সিনেমা হলে

বাংলাদেশের সিনেমা পৃথিবীর সুন্দরতম সিনেমা হলে

আমস্টারডামের তুসানস্কি থিয়েটার- যাকে বলা হয় পৃথিবীর সুন্দরতম প্রেক্ষাগৃহ। এখানেই হবে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন…’ চলচ্চিত্রের বিশ্ব অভিষেক। পৃথিবীর সুন্দরতম ৫০টি সিনেমা হলের তালিকায় ১ নম্বরে আছে থিয়েটারটি। যা পর্যটকদের কাছেও আকাক্সিক্ষত একটি জায়গা। বিশ্বের লিড ফেস্টিভালগুলোর অন্যতম ও বৃহত্তম নন-ফিকশন উৎসব আমস্টারডামের ইডফার মূল আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে এবারই প্রথম নির্বাচিত হয়েছে কোনও বাংলা ছবি। নিজের সিনেমার বিশ্ব অভিষেকে উপস্থিত থাকতে ইডফা কর্তৃপক্ষের আমন্ত্রণে ইতোমধ্যে আমস্টারডাম পৌঁছেছেন কামার। সেখান থেকেই তথ্যগুলো জানান এই নির্মাতা। জানা যায়, ৮০টি দেশের ২৬৪টি ছবি নিয়ে বসেছে এবারের ৩৪তম ইডফা আসর। আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ নন-ফিকশন ফিচার ছবির মর্যাদাপূর্ণ পুরস্কারের দৌড়ে আছে ফ্রান্স, রাশিয়া, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, আর্জেন্টিনা ও পর্তুগালসহ মোট ২১টি দেশের ১৪টি ছবি। যার মধ্যে কামারের হাইব্রিড ছবি ‘অন্যদিন…’ লড়াই করবে ইউক্রেনিয়ান নির্মাতা সার্গেই লজনিতসা, পর্তুগিজ নির্মাতা সুজানা ডি সুজা ডিয়াজ, রুশ নির্মাতা আলিওনা ভন দার হোস্টের মতো আন্তর্জাতিকভাবে প্রশংসিত ও পুরস্কৃত নির্মাতাদের নতুন সব ছবির সাথে। ২৫ নভেম্বর একটি আড়ম্বরপূর্ণ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ফল ঘোষণা করা হবে আমস্টারডামের বিখ্যাত আই ফিল্ম মিউজিয়ামে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com