বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল ১৯ অক্টোবর
- Update Time :
Thursday, October 10, 2019
-
117 দেখা হয়েছে
- আগামী ১৯ অক্টোবর (শনিবার) বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টায় সাতক্ষীরা পুরাতন আইনজীবী সমিতি মিলনায়তনে কাউন্সিলের আনুষ্ঠিকতার উদ্বোধন করবেন বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) এর কেন্দ্রীয় সংসদের সভাপতি আহসান হাবিব শামীম।কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদ এর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও সাতক্ষীরা জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ।বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অনুপম কুমার অনুপের সভাপতিত্বে কাউন্সিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসদের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক শেখ ওবায়েদুস সুলতান বাবলু, সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন লস্কর শেলী, জাতীয় কৃষক জোটের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, জেলা জাসদের শিক্ষা বিষয়ক সম্পাদক সুবোল বাইন, বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) কেন্দ্রীয় সংসদের স্কুল বিষয়ক সম্পাদক বরুন রায় প্রমুখ।কাউন্সিল অধিবেশন পরিচালনা করবেন সম্মেলন ও কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক এস এম আব্দুল আলীম।একদেশ এক শিক্ষা ব্যবস্থা চালু করা, শিক্ষার বাণিজ্যিকীকরণ ও পাঠ্যসূচিতে সা¤্রদায়িকীকরণ বন্ধ করা, প্রতি জেলায় জেলায় বিশ^বিদ্যালয় নির্মাণ করে উচ্চ শিক্ষা নিশ্চিত করা ও সন্ত্রাস দখলদারিত্বের বিরুদ্ধে ছাত্র রাজনীতির বিপ্লবী ধারাকে গতিশীল করার দাবি নিয়ে ঐতিহ্যবাহী এ ছাত্র সংগঠনের কাউন্সিল অনুষ্ঠিত হবে।