January 15, 2025, 4:01 am
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা শাখার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের বাজার কোলকাতা কনফারেন্সে রুমে অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাতক্ষীরা জেলা শাখার জরুরি সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা শাখার ভারপ্রাপ্ত আহবায়ক ডাঃ অসীম বিশ্বাস।প্রধান অতিথি ছিলেন, প্রাণ নাথ দাশ। উপস্থিত ছিলেন, জেলা হিন্দু মহাজোটের যুগ্ম আহবায়ক সাংবাদিক গোপাল কুমার মন্ডল, সাতক্ষীরা জেলা শাখার যুগ্ম আহবায়ক ইউপি সদস্য অমৃত সানা, আশাশুনি উপজেলার সাধারণ সম্পাদক ইউপি সদস্য অনুপ সানা, সাতক্ষীরা সদর উপজেলার সভাপতি অজয় দাশ, সাতক্ষীরা জেলা যুব মহাজোটের সভাপতি সন্দ্বিপ বর্মন।এছাড়া সকল উপজেলার সভাপতি/সাধারণ সম্পাদক, আহবায়ক/সদস্য সচিববৃন্দ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন, সাতক্ষীরা জেলা শাখার সদস্য সচিব মিহির কান্তি সরকার। সভায় আগামী ২৫ অক্টোবর জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় এবং সম্মেলন সফল করার লক্ষ্যে গোপাল কুমার মন্ডলকে আহবায়ক, অজয় দাশ কে সদস্য সচিব ও বাবুরাম মন্ডলকে সদস্য করে ১১ সদস্য বিশিষ্ট সম্মেলন বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।
Comments are closed.