November 21, 2024, 8:46 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
‘বাংলাদেশ পুলিশ জনগণের আশা আকাঙ্খার প্রতীক’

‘বাংলাদেশ পুলিশ জনগণের আশা আকাঙ্খার প্রতীক’

বাংলাদেশ পুলিশের ৫৬ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল ব্যাচের ৮৪০ প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ সমাপনী ও কুচকাওয়াজ খুলনা পুলিশ ট্রেনিং সেন্টার প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। রোববার (২৯ অক্টোবর) সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশের অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম। পরে তিনি কৃতী প্রশিক্ষণার্থীদের হাতে ট্রফি তুলে দেন। ব্যাচের সব বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসি মধুসূদন সূত্রধর শুভ, একাডেমিক বিষয়ে শ্রেষ্ঠ টিআরসি জাহিদ হাসান এবং মাঠ বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী টিআরসি মো. রাব্বি মিয়া। রিক্রুট কনস্টেবলদের উদ্দেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ পুলিশ একটি সুশৃঙ্খল বাহিনী এবং জনগণের আশা আকাঙ্খার প্রতীক। সেটা যেন আপনাদের কাজের দক্ষতার মাধ্যমে প্রকাশ পায়। কর্মজীবনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। তিনি, যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় সবসময় পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে আহ্বান জানান। সমাপনী ও কুচকাওয়াজ অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, প্রশিক্ষণার্থীদের অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com