নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের বাউকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরামহীন ভাবে উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করেন অভিভাবক সদস্যরা। ম্যানেজিং কমিটির নির্বাচনে কুশখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিদ্যালয়ের বর্তমান সভপতি খায়রুল ইসলামের প্যানেলের অভিভাবক সদস্য তৈয়ব আলী, জাকির হোসেন, কমলা পারভীন ও নাজমিরা খাতুন জয়লাভ করে। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন সদর উপজেলা সহকারী প্রাথমিক কর্মকর্তা নাজমুল হাসান।