January 15, 2025, 12:04 pm
সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টায় ইউনিয়ন প্রাঙ্গণে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আরশাদ আলী গাজী খোকার সভাপতিত্বে এ ঈদ সামগ্রী বিতরণ হয়। ঈদ উপহার এর মধ্যে সেমাই, চিনি, লাচ্চা, গুড়া দুধ, কিচমিচ, বাদাম, ডালডা ও সাবানসহ ৮ রকম ঈদ সামগ্রী।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও জেলা বাস মালিক সমিতির আহ্বায়ক ছাইফুল করিম সাবু, সদস্য শেখ জাহাঙ্গীর হোসেন, হাবিবুর রহমান, সাতক্ষীরা জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সহ-সভাপতি মো. সহিদুল ইসলাম, মো. মুকুল হোসেন, সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান।
Comments are closed.