December 26, 2024, 7:12 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
বিজিবির অভিযানে ৪৬ কোটি টাকার চোরাচালান জব্দ

বিজিবির অভিযানে ৪৬ কোটি টাকার চোরাচালান জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত আগস্ট মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ৪৬ কোটি ১৩ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ করেছে।মাদকের মধ্যে রয়েছে ২ লাখ ৬৮ হাজার ৭৪ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ হাজার ৬ শত ২৪ বোতল ফেনসিডিল, ৬ হাজার ১২ বোতল বিদেশি মদ, ৩ শত ৩৫ ক্যান বিয়ার, ৪ শত ২৬ কেজি গাঁজা, ২ কেজি ৫৬০ গ্রাম হেরোইন, ৩ হাজার ৭ শত ৯১টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ২ হাজার ৯৯টি ইনজেকশন এবং ৭ লাখ ৩৫ হাজার ৬ শত ১৭টি অন্যান্য ট্যাবলেট।জব্দকৃত অন্যান্য দ্রব্যের মধ্যে রয়েছে ৪ কেজি ২ শত ৯৬ গ্রাম স্বর্ণ, ৯ হাজার ৬ শত ৭৮টি ইমিটেশন গহনা, ৭০ হাজার ৬ শত ৪৪টি কসমেটিকস, ২ হাজার ৫ শত ৬৩টি শাড়ি, ৬ শত ৯৪টি থ্রিপিস/শার্টপিস, ৩ হাজার ২ শত ৬১টি তৈরি পোশাক, ৭ হাজার ৪ শত ৫২ ঘনফুট কাঠ ও ৫ হাজার ১ শত ১০ লম্বাফুটকাঠ, ৩ হাজার ৮ শত ৯০ কেজি চা পাতা, ৮টি ট্রাক, ৪টি পিকআপ, ৮টি প্রাইভেটকার, ৯টি সিএনজি চালিত অটোরিকশা, ৩৬টি মোটরসাইকেল এবং ১ শত ১৯টি গাড়ির যন্ত্রাংশ।উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১টি পিস্তল, ৭টি বন্দুক, ২টি দেশীয় তৈরি পাইপ গান, ১টি ম্যাগাজিন, ১৬ রাউন্ড গুলি এবং ৬টি হাত বোমা। এছাড়াও সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকপাচারসহ অন্যান্যচোরাচালানে জড়িত থাকার অভিযোগে ২ শত ২৩ জন এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৭১ জন বাংলাদেশি নাগরিক এবং ৩ জন নাইজেরিয়ান নাগরিককে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সূত্র-পিআইডি ঢাকা


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com