December 22, 2024, 6:07 am
বিতর্কের মুখে সান্ধ্যকোর্সের মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন’র (এমবিএ) ভর্তি পরীক্ষা বাতিল করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)। ২০ নভেম্বর, শুক্রবার দুপুরে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু নানামুখী সমালোচনার কারণে এই পরীক্ষা বন্ধ করা হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভর্তি পরীক্ষা বাতিলের বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে আখতারুজ্জামান বলেন, শুক্রবার সকালে বিস্তারিত জানতে পারি। এরপর ডিন সাহেবকে বলেছি- নীতিমালা হওয়ার আগ পর্যন্ত আপনারা পরীক্ষা নিতে পারবেন না। এ বিষয়ে কথা বলার জন্য বিজনেস স্টাডিজ বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এর আগে, অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন স্বাক্ষরিত এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হবে। তবে এই পরীক্ষার বিষয়ে জানতো না ঢাবি প্রশাসন।
Comments are closed.