বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন ৩৮ জন বিদেশি। ৩৯৩ জন বিদেশি খেলোয়াড়কে ড্রাফটের জন্য নিবন্ধন করেছে বিসিবি। ১২ নভেম্বর হতে পারে প্লেয়ার্স ড্রাফট।
৬ ডিসেম্বর বঙ্গবন্ধু বিপিএল শুরু করতে চায় বিসিবি। অংশগ্রহণকারী সাত দলের পৃষ্ঠপোষক হতে এরইমধ্যে ৯ কোম্পানি আবেদন করেছে। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত হবে টিম স্পন্সর।
বৃহস্পতিবার মিরপুরে সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সংবাদমাধ্যমকে জানিয়েছেন টুর্নামেন্টের অগ্রগতি নিয়ে।‘বিপিএলের আপডেট জানার জন্য আমরা বসেছিলাম। কোন অবস্থায় এসেছি আমরা। যেটা দেখলাম আজকে ৩৯৩ জন খেলোয়াড় রেজিস্ট্রেশন করেছে। আমরা যে সমস্ত খেলোয়াড়দের সাধারণত বিপিএলে দেখে থাকি তারা প্রায় সকলেই তালিকাবদ্ধ হয়েছে। এটা ভালো খবর আমাদের জন্য। খেলোয়াড় আগের মতোই থাকছে। এছাড়া ৩৮ জন বিদেশি কোচ আবেদন করেছে, যারা বিপিএলে কোচ হিসেবে থাকতে চায়। ৯টা কোম্পানি টিম স্পন্সর হতে আগ্রহী।’
বিসিবি সভাপতি জানিয়েছেন, বেশকিছু বিদেশি কোচের আবেদন জমা পড়লেও দেশি কোচদের সুযোগ থাকবে বিপিএলে কাজ করার।
এবার বিপিএলের সাতটি দলই থাকবে বিসিবির অধীনে। দলের পৃষ্ঠপোষকতায় থাকবে একটি করে ব্যবসায়ী প্রতিষ্ঠান। একজন করে বিসিবি প্রতিনিধি থাকবেন দল পরিচালনায়। দল গঠনে সামান্য ভূমিকা রাখতে পারবেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।