December 22, 2024, 6:18 am
বল হাতে আলো ছড়াচ্ছেন তরুণ লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। ভারতের মাটিতে ভারতীয় ব্যাটসম্যানদের নাকানি চুবানি খাওয়াচ্ছেন তিনি। প্রথমে আউট করেছেন লোকেশ রাহুলকে, এবার তুলে নিলেন মারকুটে ব্যাটিং করা শ্রেয়াস আয়ারকেও।এই রিপোর্ট খেলা পর্যন্ত ভারতের সংগ্রহ ১১ ওভার শেষে ৩ উইকেটে ৭৩ রান। শিখর ধাওয়ান ২৬ রানে অপরাজিত আছেন। নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে এসেছেন রিশাভ পান্ত।এর আগে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতেছেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন তিনি, ভারতকে জানান ব্যাটিংয়ের আমন্ত্রণ।প্রথম ওভারে শফিউল ইসলামের হাতে বল তুলে দেন মাহমুদউল্লাহ। শুরুটা হয়েছিল খুবই বাজে। ওভারের প্রথম পাঁচ ডেলিভারিতে ১০ রান দিয়ে বসেন শফিউল। রোহিত শর্মা হাঁকান দুই বাউন্ডারি।তবে ভয়ংকর হয়ে ওঠতে থাকা রোহিতকে ঠিকই আটকে দেন শফিউল। পঞ্চম বলটিতে বাউন্ডারি হজম করেছিলেন। পরের বলটাই দুর্দান্ত এক ডেলিভারি দেন টাইগার পেসার, রোহিত বুঝতেই পারেননি। প্যাডে বল আঘাত হানে।আবেদনে আঙুল তুলে দিতে দেরি করেননি আম্পায়ার। রোহিত অবশ্য রিভিউ নিয়েছিলেন। কিন্তু তাতে কাজ হয়নি। স্ট্যাম্প পেয়ে যায় বল। ফলে হতাশা নিয়েই সাজঘরে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে (৫ বলে ৯)। ১০ রানে প্রথম উইকেট হারায় ভারত।দ্বিতীয় উইকেটে সেই বিপদ কিছুটা কাটিয়ে ওঠার চেষ্টা করেন শিখর ধাওয়ান আর লোকেশ রাহুল। তবে দ্বিতীয় উইকেটে তাদের জুটিটাকে ২৬ রানের বেশি এগুতে দেননি লেগস্পিনার বিপ্লব।বিপ্লব ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ খেলতে নেমেছেন আজ। সপ্তম ওভারে বল করতে আসেন এই লেগি, আর প্রথম ওভারে বল হাতে নিয়েই পান উইকেটের দেখা। তার বাঁক খাওয়া ডেলিভারি বুঝতে না পেরে শর্ট কাভারে মাহমুদউল্লাহর সহজ ক্যাচ হয়েছেন লোকেশ রাহুল (১৭ বলে ১৫)।ভারত ৩৬ রানে ২ উইকেট হারানোর পর উইকেটে এসে চালিয়ে খেলছিলেন শ্রেয়াস আয়ার, দ্রুত রানও তুলে দিচ্ছিলেন। অবশেষে এই ব্যাটসম্যানকেও সাজঘরের পথ দেখান বিপ্লব। ১৩ বলে ২২ রান করে আয়ার বাউন্ডারিতে ক্যাচ হন নাইম শেখের।
Comments are closed.