November 21, 2024, 8:38 am
“দৃষ্টিজয়ে ব্যবহার করি, প্রযুক্তি নির্ভর সাদাছড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ^ সাদাছড়ি নিরাপত্তা দিবস ২০২২ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রেজা রশীদ’র সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক সন্তোষ কুমার নাথ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মো. জাহারুল ইসলাম, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র সাতক্ষীরার কনসালটেন্ট ডা. এস.এম হাবিবুর রহমান, শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সমিতির সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ। এসময় ১২জন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তির মাঝে ১২টি ডিজিটাল সাদাছড়ি বিতরণ করা হয়। এসময় প্রশাসনিক কর্মকর্তা, সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা ও দৃষ্টি প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক মো. রোকনুজ্জামান।
Comments are closed.