January 3, 2025, 6:23 am
নতুন এমপিওভুক্তির তালিকা অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্কুল ও কলেজ এবং মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠাসহ মোট ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান বুধবার (২৩ অক্টোবর) এমপিওভুক্তির ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী।মঙ্গলবার (২২ অক্টোবর) রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।তিনি বলেন, প্রধানমন্ত্রী এমপিও নথিতে স্বাক্ষর করেছেন। বুধবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। এরপর শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করবে। গেলবার ১৬শ’ এর মতো প্রতিষ্ঠান এমপিও হয়েছিল। এবার তার দ্বিগুণ।শিক্ষামন্ত্রী বলেন, এবার এক হাজার ৬৫১টি স্কুল ও কলেজ এবং এক হাজার ৭৯টি মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠাসহ মোট ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির আওতায় আসছে।
Comments are closed.