January 15, 2025, 2:50 pm
শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে ভিজিডি কার্ডধারী নারীদের মাঝে চাউল বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি সচিব মো. রিয়াজুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত চাউল বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন অত্র ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ।
এসময় অত্র ইউনিয়ন পরিষদের ৩৪৫ জন কার্ডধারী নারীকে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়। উল্লেখ্য, ভিজিডি কর্মসূচী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাংলাদেশের গ্রামীণ দু:স্থ মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়নে বাস্তবায়িত একটি অন্যতম সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, যা সম্পূর্ণরূপে আর্থ-সামাজিকভাবে দুঃস্থ পরিবার বিশেষত: মহিলাদের জীবনমান উন্নয়নে কাজ করে। এসময় অত্র ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মো. এনামুল হক, দফাদার রমাকান্ত মন্ডল, গ্রাম পুলিশ মো. সিরাজুল ইসলাম, মো. রুহুল কুদ্দুস, তাপস কুমার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
Comments are closed.