December 22, 2024, 6:31 am
শার্শা পুটখালী সীমান্ত থেকে ৯০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেল সহ আমিনুর রহমান (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।রবিবার (২৭ অক্টোবর) দুপুরে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী সীমান্ত থেকে তাকে আটক করা হয় । আটক আমিনুর বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আব্দুল কাদেরের ছেলে । বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে, বেনাপোল পুটখালী সীমান্ত থেকে অভিযান চালিয়ে ৯০ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয় । ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল ইমরান উল্লাহ সরকার পিবিজিএমএস জানান, আটক আসামীর বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
Comments are closed.