January 15, 2025, 7:10 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
ভারতে ব্ল্যাক ফাঙ্গাসেই ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

ভারতে ব্ল্যাক ফাঙ্গাসেই ২ হাজারের বেশি মানুষের মৃত্যু

মহামারি করোনার পাশাপাশি প্রাণঘাতী ব্ল্যাক ফাঙ্গাসের বিরুদ্ধে লড়ছে ভারত। এরই মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসে দেশটিতে দুই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভারতে ব্ল্যাক ছাড়াও শনাক্ত হয়েছে গ্রিন, হোয়াইট ও ইয়োলো ফাঙ্গাস, যা উদ্বেগে ফেলেছে চিকিৎসকদের। এদিকে দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসের নকল ইনজেকশন বিক্রির অভিযোগে ১০ জনকে আটক করেছে পুলিশ।
কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। কিন্তু দেশটিতে প্রতিদিনই ফাঙ্গাসে আক্রান্ত হচ্ছেন করোনা থেকে সেরে উঠতে থাকা রোগীরা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন ব্ল্যাক ফাঙ্গাসে। এরই মধ্যে ৩১ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে এই ফাঙ্গাসে, মৃত্যুর সংখ্যাও দুই হাজার একশ’র বেশি।
এই যখন অবস্থা তখন দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় ব্যবহৃত ইনজেকশনের চাহিদা কয়েক গুণ বেড়েছে। এরই সুযোগ নিচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী। রোববার দেশটির রাজধানী নয়াদিল্লিতে এক চিকিৎসকের বাসায় অভিযান চালিয়ে কয়েক হাজার নকল ইনজেকশন জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটকও হয়েছেন বেশ কয়েকজন।
এদিকে মধ্যপ্রদেশের পর এবার পাঞ্জাবে এক ব্যক্তির দেহে গ্রিন ফাঙ্গাসের সংত্রমণ ধরা পড়েছে। করোনা আক্রান্ত ওই ব্যক্তিকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এর আগে ভারতের বিভিন্ন রাজ্যে হোয়াইট ও ইয়োলো ফাঙ্গাসের সংক্রমণ শনাক্ত হয়। সাধারণত কোভিড থেকে সুস্থ হয়ে উঠা ব্যক্তিদের দেহে এসব ছত্রাকের সংক্রমণ দেখা যাচ্ছে। ভয়ের কথা হচ্ছে ফাঙ্গাসে আক্রান্ত মৃত্যুর হার করোনার চেয়ে বেশি হওয়ায় চিকিৎসা নিয়ে উদ্বেগের কথা বলেছেন দেশটির চিকিৎসকরা।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com