খেলার খবর: বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ভারত-নিউজিল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল ম্যাচটি। বাংলাদেশ সময় সন্ধ্যা সাতটায় কালো হয়ে আসে ওল্ড ট্রাফোর্ডের আকাশ। সেই যে বৃষ্টি হয় তা চলে রাত দশটা পর্যন্ত। এরপর বৃষ্টি থামলেও কাভার সরানো হয়নি। বাংলাদেশ সময় সাড়ে দশটার দিক কাভার সরানো হলেও ম্যাচ গড়ানোয় অনিশ্চয়তা দেখা দেয়। পৌণে এগারটায় আবার বৃষ্টি শুরু হলে উইকেট ঢেকে দেওয়া হয়।শেষ পর্যন্ত খেলা না হওয়ায় রিজার্ভ ডে’তে গড়ায় ম্যাচ। বুধবার ইনিংসের ঠিক এখান থেকেই আবার শুরু হবে ম্যাচটি। সেক্ষেত্রে সুবিধা পেয়ে গেল ভারত। ভেজা উইকেটে তাদের ব্যাটিং করতে হচ্ছে না। তবে আগামীকালও বৃষ্টির সম্ভাবণা আছে।শেষ পর্যন্ত তাই কারা সুবিধা পাবে জোর দিয়ে বলা মুশকিল।ম্যানচেস্টারে মেঘলা আকাশ, বৃষ্টির সম্ভাবনা। সেমিফাইনালের লড়াইয়ে বড় চিন্তা হয়ে দাঁড়ায়। ওল্ড ট্রাফোর্ডে তাই ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিং নেয় নিউজিল্যান্ড। কিন্তু শুরুতে বুমরাহর তোপে ফেরেন গাপটিল। সেই চাপ সামলে উঠতেই আউট হন হেনরি নিকোলাস। এরপর ফিফটি করে দলকে টানতে থাকা উইলিয়ামসন আউট হন। পরে জিমি নিশাম-গ্রান্ডহোম ফিরে যান।নিউজিল্যান্ড চাপ সামলে ওঠার আগেই বৃষ্টি নামে। কিউইরা ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে তুলেছে ২১১ রান। মার্টিন গাপটিল ১৪ বল খেলে ১ রান করে আউট হন। অন্য ওপেনার হেনরি নিকোলাস আউট হয়েছেন ২৮ রান করে। শুরুর উইকেট দুটি তুলে নেন বুমরাহ ও রবিন্দ্র জাদেজা। কেন উইলিয়ামসন ৬৭ রানে চাহালের বলে ক্যাচ দেন। জিমি নিশাম ১২ এবং কলিন ডি গ্রান্ডহোম ১৬ করে ফিরে যান। রস টেইলর ৬৭ রানে নতুন দিন শুরু করবেন। তার সঙ্গে নামবেন টম ল্যাথাম।ভারত এ ম্যাচে ব্যাটিং শক্তি বাড়িয়ে একাদশ সাজায়। দলে তাই রবিন্দ্র জাদেজাকে নেয় তারা। এছাড়া তার বাঁ-হাতের অফস্পিন তো আছেই। দলে সুযোগ পেয়ে দারুণ বোলিং করা মোহাম্মদ শামি নেই একাদশে। খেলছেন ভুবনেশ্বর কুমার। লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল আছেন দলে। নেই চায়নাম্যান কুলদীপ যাদব। তবে নিউজিল্যান্ড দলে নেই কোন চমক।ভারত একাদশ: রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, ঋষভ পান্ত, হার্ডিক পান্ডিয়া, এমএস ধোনি, দিনেশ কার্তিক, রবিন্দ্র জাদেজা, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, জাসপ্রিত বুমরাহ।নিউজিল্যান্ড একাদশ: মার্টিন গাপটিল, হেনরি নিকোলাস, কেন উইলিয়ামসন, রস টেইলর, টম ল্যাথাম, জিমি নিশাম, কলিন ডি গ্রান্ডহোম, মিশেল সাটনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।