December 21, 2024, 5:00 pm
ময়মনসিংহের ভালুকা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রুবেল (৩০) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিনগত রাত সোয়া ২টার দিকে উপজেলার হবিরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে ২০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় হবিরবাড়ি এলাকায় মাদক কেনা-বেচা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান যায় ডিবি পুলিশের দু’টি দল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদকবিক্রেতারা গুলি ছোড়েন। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়লে মাদকবিক্রেতারা পিছু হটে।এরপর ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।নিহত রুবেলের বিরুদ্ধে মাদকসহ সাতটি মামলা রয়েছে বলেও জানান ডিবি পুলিশের এ কর্মকর্তা।
Comments are closed.