November 21, 2024, 9:10 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা

ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে ওরিয়েন্টেশন কর্মশালা

“ভিটামিন ‘এ’ খাওয়ান, শিশু মৃত্যুর ঝুঁকি কমান” প্রতিপাদ্যকে সামনে রেখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২২ উদযাপন উপলক্ষ্যে সাংবাদিকদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সিভিল সার্জন অফিস’র আয়োজনে এ কর্মশালায় মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী। কর্মশালায় উপস্থিত ছিলেন সিনিয়র মেডিকেল অফিসার ডা. মো. আমানাত উল্লাহ, ডা. পুলক কুমার চক্রবর্তী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা স্বাস্থ্য তত্বাবধায়ক জগদীশ চন্দ্র হাওলাদার প্রমুখ।

কর্মশালায় এ সময় জানানো হয়, আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত ৪ দিন ব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন শুরু হবে। জেলার ৭ টি উপজেলার ৭৮ টি ইউনিয়নে ও ২ টি পৌর সভায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৭৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ২০ হাজার ৮২৫ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানো হবে। আর এ জন্য জেলার মোট ২ হাজার ৩১ টি টিকাদান কেন্দ্রে ৬২১ জন সরকারী ও ২১৮ জন বেসরকারী স্বাস্থ্য কর্মীসহ ৪ হাজার ৬২ জন স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগ সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com