January 15, 2025, 5:34 am
দেবহাটার অন্যতম ভূমিহীন অধ্যুষিত জনপদ চারকুনি’র বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ চৌদ্দ বছর পর বৃহষ্পতিবার ভোটাভুটির মধ্যদিয়ে উক্ত বাজার ব্যবস্থাপনা কমিটি গঠন করেন ব্যবসায়ীরা। সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত ভোটাধিকার প্রয়োগ করেন বাজারের ব্যবসায়ীরা। প্রতিদ্বন্দ্বি পাঁচটি পদের মধ্যে দুটি পদে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। নির্ধারিত পদগুলোর মধ্যে সভাপতি পদে স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা ইসমাইল গাজী সভাপতি, সাংগঠনিক সম্পাদক পদে আজমীর হোসেন ও প্রচার সম্পাদক পদে সিরাজ শেখ বিনা প্রতিদ্বন্দীতায় নির্বাচিত হন। এছাড়া ভোটাভুটির মাধ্যমে সাধারণ সম্পাদক পদে আলতাফ মোল্যা ১৮ ভোট ও আকতার বিশ্বাস ১৪ ভোট পেয়ে কোষাধ্যক্ষ নির্বাচিত হন। এসময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Comments are closed.