January 28, 2025, 11:19 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মন্টুমিয়ার বাগান বাড়ি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের অভিযান

মন্টুমিয়ার বাগান বাড়ি বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের অভিযান

সাতক্ষীরার মোজাফ্ফর গার্ডেন এন্ড রিসোর্টে বন্যপ্রাণী সংরক্ষণ অধিদপ্তর কতৃক অভিযান পরিচালিত হয়েছে।ঢাকা থেকে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের অপরাধ ইউনিট এর পরিদর্শক সাদিক এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে এ অভিযান শুর হয়।দিনভর নানা নাটকীয় পর্যায়ে সর্বশেষ সাংবাদিকদের তথ্য দিবেন বলে নিশ্চিত করেন টিম প্রধান সাদিক।সরেজমিন গিয়ে দেখা যায়,সাতক্ষীরা শহরের অদুরে খড়িবিলা এ মন্টু মিয়ার পার্কে নানা প্রজাতীর বন্যপ্রাণী উদ্ধার করেন অভিযানকারীরা। যা দীর্ঘদিন যাবত অবৈধভাবে লালন পালন করা হয়েছে। বিকাল ৪ টার দিকে পার্কের অফিস রুমের গ্রাউন্ডে ২ টি গাড়িতে করে একটি উল্লুক ও ১ টি কুমির আনা হয়। এ ছাঁড়া বিভিন্ন প্রজাতীর বন্যপ্রাণী বস্তাবন্দী করে গাড়িতে রাখা ছিল। উপস্থিত সাংবাদিকদের ছবি না নেওয়ার জন্য বলা হয়। এদিকে রাতে অভিযানের সর্বশেষ কিছু না জানিয়ে অভিযানে অংশ নেওয়া অফিসারেরা চলে যান। বিষয়টি নিশ্চিত হতে খুলনা বিভাগীয় প্রধান নির্মল কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান,এঘটনায় একনও মামলা হয়নি। তবে কিছু প্রাণী অবমুক্ত করার ব্যবস্থা সহ কিছু প্রাণী ঢাকাতে নেওয়া হচ্ছে। সর্বশেষ অভিযান প্রধান সাদিক বলেন, তিনি গাড়িতে, এক ঘন্টার মধ্যে সার্বিক তথ্য দিবেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com