September 7, 2024, 11:23 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: arahmansat@gmail.com
মসজিদের ১৫ কোটি টাকা নিয়ে গেল কে?

মসজিদের ১৫ কোটি টাকা নিয়ে গেল কে?

অলস বসে থাকা টাকা কাজে লাগাতে একটি প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছিল মসজিদের ট্রাস্ট। কিন্তু লাভ হওয়া তো দূরের কথা, ওই কোম্পানি দেউলিয়া হয়ে যায়। তাতে বিনিয়োগ করা সব টাকা খুইয়েছে মসজিদ কর্তৃপক্ষ। মসজিদের ইমামের বারবার আহ্বানে মুসল্লিরা দান-খয়রাত করলেও এখন সেই টাকা হাতছাড়া হয়ে যাওয়ার খবরে তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি দুই বছর আগের হলেও সম্প্রতি সেটি প্রকাশ্যে এসেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে পশ্চিম ইউরোপের অন্যতম বড় ইস্ট লন্ডন মসজিদে। ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট ২০২২-২৩ অর্থবছরে ম্যাটজ মেডিকেল লিমিটেড নামে একটি কোম্পানিতে ১০ লাখ পাউন্ড বা প্রায় ১৫ কোটি টাকা বিনিয়োগ করে। তবে এরপরই দেউলিয়া হয়ে যায় কোম্পানিটি। এ টাকা আর ফেরত পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

টাকা খোয়া যাওয়া নিয়ে ২০২৩ সাল থেকেই নানা কানাঘুষা ছিল। তবে ঘটনাটি জানাজানি হয় গেল রমজান মাসে। তখন এক সংবাদ সম্মেলনে ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্টের চেয়ারম্যান ড. আবদুল হাই মোর্শেদ বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, এখানে ইনভেস্টমেন্ট করা হয়েছে। বিনিয়োগকৃত অর্থ খোয়া যাওয়া কোনো গুজব নয়। এটা সত্য এবং কিছু প্রবলেম হয়েছে এটাও সত্য। কিন্তু এই জিনিসটা এমন জটিল, আপনারা কোম্পানি হাউসে গিয়ে চেক করতে পারবেন। ‘আইনগত বিষয়’ উল্লেখ করে, ট্রাস্টের চেয়ারম্যান জানান, আমাদের বেশি বললেও সমস্যা, না বললেও সমস্যা।

রমজান মাসেই মূলত বড় আয় হয় ইস্ট লন্ডন মসজিদের। গেল রমজানেও বিভিন্ন আপিলের মাধ্যমে ইস্ট লন্ডন মসজিদ ৪ লাখ ৪৪ হাজার ১৯১ পাউন্ড নগদ সংগ্রহ করে। এর বাইরে করজে হাসানা ও দানের আরও ৩ লাখ ৬২ হাজার ১৮২ পাউন্ডের অঙ্গীকার করেছেন বিভিন্নজন। এই হিসাবে শুধু গেল রমজান মাসেই ৮ লাখ পাউন্ডেরও বেশি অর্থ সংগ্রহ হয়েছে। উন্নয়ন তহবিলের বাইরেও জাকাত ও ফিতরার আরও ৯৬ হাজার ৫২৮ পাউন্ড তহবিল পেয়েছে ইস্ট লন্ডন মসজিদ।

১৯১০ সালে একদল প্রতিশ্রুতিশীল ধার্মিক বাঙালি মুসলমান এ মসজিদ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। পরে বিভিন্ন দেশের মুসলিম অভিবাসীদের সহযোগিতায় মসজিদটি বর্তমান বিশাল অবস্থানে পৌঁছায়। মসজিদে নামাজের পাশাপাশি নানা সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ডও পরিচালিত হয়ে থাকে। মসজিদ পরিচালনার জন্য গঠন করা হয় ইস্ট লন্ডন মসজিদ ট্রাস্ট। চ্যারিটি কমিশনে নিবন্ধিত এই কোম্পানির সদস্য সংখ্যা ৮২ জন। এসব সদস্যদের দ্বারা নির্বাচিত ১২ জন ট্রাস্টি মসজিদ পরিচালনার মূল দায়িত্ব পালন করেন।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com