January 15, 2025, 5:46 am
কর্তৃপক্ষের গাফিলতি ও নজরদারি না থাকায় মরণফাঁদে পরিনত হয়েছে, জেলার তালা উপজেলার অঞ্চলের রাস্তা গুলোর বেহাল দশা দেখার কেউ নেই। উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা পূর্ণ বাংলাদেশ যখন উন্নয়নের উর্ধ্বগতিতে। তখনি কোন রুপ উন্নয়নের প্রলেপ লক্ষনীয় নয় তালার মাঝিয়াড়া বাজার থেকে খানপুর রোড়। অনাদরে বেহাল দশার পড়ে আছে দেখার কেউ নেই। সাতক্ষীরা জেলার তালা উপজেলার সদর ইউনিয়নের মাঝিয়াড়া, খানপুর শিবপুর,খরেড়ডাঙ্গী কৃষি নির্ভর এলাকা হিসেবে অতি পরিচিত হলেও নেই অবকাঠামোগত উন্নয়নের ধারা। সকল প্রকার সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত এই এলাকা। ২০১৭ সালে সাতক্ষীরা- ১ এর সংসদ সদস্য এ্যাড, মোস্তফা লুৎফুল্লাহ এমপি শিবপুর মরহুম এজাহার আলীর মোড় থেকে খরেড়ডাংগা বাজার পর্যন্ত ৩.২০ কিলোমিটার রাস্তাটি উদ্বোধন করেন। এই রাস্তাটির ফলে তালা সদরের সাথে এলাকায় যোগাযোগ ব্যবস্থা সহজ হয়ে পড়ে এবং খানপুর ঋষি পাড়া প্রায় উপশহরের পরিণত হয়েছে। কিন্তু রাস্তাটি তৈরির পর থেকে অবহেলিত হয়ে পড়ে আছে প্রায় শুরু থেকে নেই কোন রুপ সংষ্কারের ব্যাবস্থা। দেখার কেউ নেই হতাশায় ভেঙে পড়েছে এলাকায় সাধারণ মানুষ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে রাস্তাার এই করুন পরিনতি ঘটছে দুর্ঘটনা বাড়ছে ভীতি কে শুনবে এই করুন কাহিনী। এই রাস্তা দিয়ে একটি মোটর গাড়ি পার হতেই হিমসিম খেতে হচ্ছে কোন রকম ঝুঁকি নিয়ে চলছে হচ্ছে পথযাত্রী দের। রাস্তা ভেঙে পড়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে সর্ব উচ্চ ৫ টনের ওজনের মালবাহী ট্রাক চলাচলের জন্য উন্মুক্ত থাকলেও বিশ টন ওজনের ভারী যানবাহন চলাচল করছেন এবং তার ফলেই রাস্তাায় এই দশা হয়েছে বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ। কোন প্রকার চলাচলের মতো অবস্থান নেই, চলতে পারছে না মানুষ চলতে পারছে না মালবাহী ট্রাক ও ভ্যান গাড়ী ।জনগুরুত্বপূর্ণ ব্যাস্থতম এই রাস্তাা দু পাশে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, এছাড়া সারাদিন হাজার হাজার ছাত্র-ছাত্রী চলাচলের একমাত্র এই রাস্তাা, সময় মত শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছাতে ব্যাহত হচ্ছে। নানা বিধি শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য উপজেলা সদরে যেতে পড়তে হচ্ছে দুর্ঘটনার কবলে। ভ্যানচালক রাশেদুল ইসলাম এর সাথে কথা বলতে চাইলে তিনি কান্না জড়িত কণ্ঠে বলেন, কি বলবো, কে শুনবে, বলে কি লাভ, অনেক বলেছি আর বলবো না, পারবেন আমার ভ্যানগাড়ি গর্তে পড়ে ব্যাটারী ভেঙেছে । এমন আকুতি হাজারো পথচারী ও ব্যাবসায়ীর।স্থানীয় বাসিন্দা ফারুক খান জানান এই এলাকায় চলাচলের খুব করুন অবস্থা হয়ে পড়েছে রাস্তাটি সংস্কার করার দাবী জানাচ্ছি। এ বিষয়ে তালা উপজেলা প্রকৌশলী রথীন্দ্রনাথ নাথ হাওলাদার ছুটিতে থাকায় তিনি সঠিক তথ্য দিতে পারেননি।
Comments are closed.