February 5, 2025, 7:51 am
এসএম আবু রায়হান: সাতক্ষীরার সদর উপজেলা মাধবকাটিতে দরিদ্র অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ ও সহায়তা প্রদান করেছে মাধবকাটি সমাজ কল্যাণ সংস্থা। স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরুত্ব বজায় রেখে আজ শনিবার (১৭ই জুলাই ) বিকালে মাধবকাটি বাজার কমিটির প্রাঙ্গনে ঈদ উপলক্ষ্যে দুই শতাধিক মানুষের মাঝে , সেমাই, চিনি,লাচ্চা,লুডুস্,কিচমিচ, বাদাম, ডালডা, দুধ সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এই সময় উপস্থিতি ছিলেন, তুজলপুর জি সি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার মফিজুর রহমান,আইনজীবী সহকারী বাবলু রহমান, জেলা যুবলীগের সদস্য বরিউল ইসলাম, মেম্বার পদপ্রার্থী আজারুল ইসলাম বাবলু,সংস্থার সভাপতি এসএম আবু রায়হান, সাধারণ সম্পাদক মুন্না হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন, সদস্য মেহেদী হাসান সহ প্রমুখ।
Comments are closed.