December 21, 2024, 2:24 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মিয়ানমারে ফিরে গেছে ২৯ রোহিঙ্গা, জানে না বাংলাদেশ

মিয়ানমারে ফিরে গেছে ২৯ রোহিঙ্গা, জানে না বাংলাদেশ

মিয়ারমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ২৯ জন স্বেচ্ছায় তদের নিজ দেশে ফিরে গেছে বলে জানিয়েছে দেশটির ঢাকাস্থ দূতাবাস। তবে এ বিষয়ে কিছুই জানে না বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্টরা।মঙ্গলবার (২২ অক্টোবর) মিয়ানমার দূতাবাসের ফেসবুক পেজ থেকে ছবিসহ রোহিঙ্গা দলটির ফিরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়।

মিয়ানমারের দূতাবাসের ফেসবুক পেজ থেকে বলা হয়, ২২ অক্টোবর মিয়ানমারের তুং পিয় লেটউই সেন্টারে ২৯ জন রোহিঙ্গাকে দেশটির পররাষ্ট্র, সমাজকল্যাণ, শ্রম, জনসংখ্যা ও অভিবাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা গ্রহণ করেছে।এতে আরও বলা হয়, স্বেচ্ছায় ফিরে যাওয়া রোহিঙ্গাদের প্রতিমাসে চাল, রান্নার তেল এবং খাবার দেওয়া হচ্ছে। যারা ফিরে এসে মিয়ানমারে ক্যাম্পে বসবাস করছে তারা জানিয়েছে বাংলাদেশ থেকে অনেকেই ফিরে আসতে চায়।এ পর্যন্ত বাংলাদেশ থেকে ৩৫১ জন রোহিঙ্গা স্বেচ্ছায় মিয়ারমারে ফিরে গেছে বলেও পোস্টে দাবি করা হয়। পোস্টে বলা হয়, মিয়ানমার সরকার রোহিঙ্গা প্রত্যাবাসন নিরাপদ, মসৃণ ও স্থায়ী করতে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সব সহযোগিতা অব্যাহত রাখবে, যা জাতিসংঘের তত্ত্বাবধানে হবে।এদিকে ২৯ রোহিঙ্গার ফিরে যাওয়ার বিষয়ে জানতে চাইলে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, বাংলাদেশ এ সম্পর্কে কিছুই জানে না। তাছাড়া দ্বিপক্ষীয় ভিত্তিতে রোহিঙ্গা প্রত্যাবাসন হলে দুই দেশের কর্মকর্তাদের উপস্থিতিতে তা হবে।প্রসঙ্গত, মিয়ানমার সেনাবাহিনীর নৃসংশ নির্যাতন ও হত্যাকাণ্ড থেকে বাঁচতে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে ৭ লাখেরও বেশি রোহিঙ্গা রাখাইন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়। তারা বর্তমানে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ায় বিভিন্ন ক্যাম্পে বসবাস করছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com