January 15, 2025, 2:02 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মেসি জুনিয়রের ফুটবল জাদু!

মেসি জুনিয়রের ফুটবল জাদু!

যাকে বলে ঠিক ‘বাপকা বেটা’। পিতা বিশ্বসেরা ফুটবলার। তার ফুটবল জাদুতে আচ্ছন্ন পুরো বিশ্ব। ছেলেও কিন্তু কম নয়। পিতার মতোই অবিশ্বাস্য ফুটবল দক্ষতা, গোল করার পর সেই একই রকম উদযাপন। জুনিয়র মেসি বা মাতিও মেসির ফুটবল জাদুর এমনই ঝলক দেখা গেছে এক ভিডিওতে। ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে।মেসির জীবনসঙ্গিনী আন্তোনেল্লা রোকুজ্জো ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। ভিডিওতে দেখা যায়, পেশাদার ফুটবলারের মতোই পেনাল্টি শট নিচ্ছে দ্বিতীয় ছেলে সন্তান মাতিও। শট নিয়েই দৌড়ে উদযাপনও শুরু করে দিল ছোট্ট ‘মেসি’। সেই উদযাপন ঠিক তার পিতা বার্সেলোনা সুপারস্টারের মতোই। মূলত মাতিও’র চতুর্থ জন্মদিন উপলক্ষে ভিডিওটি শেয়ার করেছেন মেসিপত্নী। ভিডিওর নিচে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার ভালোবাসা। তোমার সারাজীবন সুখে কাটুক, শুধু এটাই কামনা করি এবং কখনোই এমন কিউট চরিত্র থেকে সরে যেও না, যা আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিয়েছে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com