January 15, 2025, 5:48 am
অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠির জীবন-যাত্রার মান উন্নয়নে মোবাইল আউটরিচ প্রকল্পের দলের সদস্যদের সাথে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা শহরের আল-বারাকা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় হলরুমে এ সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মারুফ আহমেদ। এতে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান।
কারিতাস খুলনা অঞ্চলের আওতায় জিআইজেড, ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান কর্পোরেশনের অর্থায়নে এবং সাতক্ষীরা পৌরসভার সার্বিক সহযোগিতায় সভায় বিশেষ অতিথি ছিলেন শহর সমাজসেবা কর্মকর্তা মো. মিজানুর রহমান, জেলা সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তী, জিআইজেড’র এ্যাডভাইজার টেকনিক্যাল মনিটরিং এন্ড কোর্ডিনেশন রতন মানিক সরকার, পৌরসভার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর অনিমা রাণী মন্ডল, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক মোছা. লুৎফুন্নাহার, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজকর্মী ফাতেমা খাতুন, মোবাইল আউটরিচ প্রকল্পের ফ্যাসিলিটেটর সোহাগ ইম্মানুয়েল নাগ প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের বাঁকাল ইসলামপুরের ১, ২ ও ৩ নং কলোনীর মোবাইল আউটরিচের ভলেন্টিয়ার লাভলী খাতুন, শারমিন নাহার, শাহানারা খাতুন, আখিতুন্নেছা, শেখ মাসুদ হোসেন প্রমুখ। কর্মশালায় সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, পৌরসভা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সরকারি সেবা সমূহ থেকে কেউ যাতে বঞ্চিত না হয়, সেজন্য অত্র এলাকার বাড়িতে বাড়িতে গিয়ে এসব সেবা সমূহ সম্পর্কে প্রচারণা অব্যাহত রাখার জন্য ভলেন্টিয়ারদের অনুরোধ জানানো হয়। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মোবাইল আউটরিচ প্রকল্পের ফিল্ড অফিসার প্রতাপ সেন।
Comments are closed.