January 28, 2025, 10:53 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
মোস্তাকের সঙ্গে কাজ করতে চান রাবেয়ারাও

মোস্তাকের সঙ্গে কাজ করতে চান রাবেয়ারাও

বাংলাদেশ নারী দলে লেগ স্পিনারের ছড়াছড়ি। প্রায় ম্যাচের একাদশেই থাকেন ২ থেকে ৩ জন করে রিস্ট স্পিনার। এশিয়া কাপের ১৫ জনের স্কোয়াডেও আছেন তিন লেগ স্পিনার, স্ট্যান্ড বাই আরও একজন। তবে দলের সঙ্গে নেই বিশেষজ্ঞ লেগ স্পিনার কোচ। কিছুদিন আগে ছেলেদের জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন পাকিস্তানের সাবেক লেগ স্পিনার মোস্তাক আহমেদ। তার অধীনে কাজ করার ইচ্ছে ছিল নারী দলের ক্রিকেটারদেরও। আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটা বলেছেন নারী দলের অন্যতম লেগ স্পিনার রাবেয়া খান। ১৯ জুলাই থেকে শুরু হবে নারীদের এশিয়া কাপ। এবারের টুর্নামেন্টে বাংলাদেশ দলে আছেন রুমানা আহমেদ, রাবেয়া ও স্বর্ণা আক্তার। এক সময় ছিলেন শুধু রুমানা ও ফাহিমা আক্তার। এবার সংখ্যাটা আরও বাড়ছে, বাড়ছে প্রতিযোগিতাও। এমন প্রতিদ্বন্দ্বিতা উপভোগ করেন রাবেয়ারা, ‘ভালো লাগছে। প্রতিযোগিতা বাড়ছে। আরও বেশি লেগ স্পিনার হলে প্রতিযোগিতা বাড়বে। তাহলে আমরা বুঝতে পারব আমরা কে কোন পর্যায়ে আছি।’

প্রত্যেক ম্যাচেই ২ থেকে ৩ জন করে লেগ স্পিনার খেলায় বাংলাদেশ। ঠিক সেসময় দলের বোলিং পরিকল্পনা কেমন থাকে এমন প্রশ্নে এই রিস্ট স্পিনার বলেন, ‘সবাই তো ম্যাচ খেলে না। যারা যখন খেলে সবাই সবার জায়গা থেকে ভালো করার চেষ্টা করে। প্রত্যেকেই উইকেট নেওয়ার চেষ্টা করে, ডট বল করার জন্য যায়। সেভাবে দায়িত্ব আলাদা করা নেই। উইকেটটা ভাগ্যের ব্যাপার।’

দলে এতগুলো লেগ স্পিনার থাকলেও বিশেষজ্ঞ লেগ স্পিন কোচ নেই। কিছুদিন আগে ছেলেদের সঙ্গে কাজ করেছিলেন বিশেষজ্ঞ লেগ স্পিন কোচ মোস্তাক আহমেদ। শুধু রিশাদ হোসেনের জন্যই তার অন্তর্ভুক্তি হয়েছিল। যার সাফল্য মিলেছে বিশ্বকাপে। রাবেয়ারাও চান এমন একজনকে, ‘আমরা যখন বিশ্বকাপ খেলছিলাম, তখন লেগ স্পিনাররা বলছিলাম, মুশতাক যদি আমাদের সঙ্গেও কিছুদিন কাজ করে, তাহলে আমাদের জন্যও ভালো হবে।’


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com