November 21, 2024, 8:50 am
যশোরে মাদকদ্রব্য সেবনের পর গত দু’দিনে দু’জনের মৃত্যু হয়েছে। এরা হলেন, সদর উপজেলার আবাদ কচুয়া গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ইসলাম (৪৫) ও একই গ্রামের শাহাজান আলীর ছেলে জাকির হোসেন (২৯)। এ ঘটনায় অসুস্থ অবস্থায় যশোর জেনারেল হাসপাতাল থেকে সীতরামপুরের মনির উদ্দীনের ছেলে বাবলু (২৮) চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যান।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৫ জানুয়ারি রাত ৮টার দিকে ইসলাম, বাবলু, বাগানে, জাকির ও রিপন আবাদ কচুয়া গ্রামের খালঘাটা আরমান হোসেন কটার লিচু বাগানে বসে চোলাই মদসহ অন্যান্য মাদকদ্রব্য পান করে। এরপর রাতে তারা সবাই অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ইসলাম, জাকির ও বাবলুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি দুপুর ২টায় ইসলাম ও ২৭ জানুয়ারি বেলা ১১ টায় জাকির হোসেনের মৃত্যু হয়। এ খবর জানার পর হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় পালিয়ে যায় বাবলু। অবশ্য হাসপাতালে ভর্তির সময় তারা ফুড পয়জনিং রোগী হিসাবে চিহিৃত করা হয়।
Comments are closed.