January 15, 2025, 3:52 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
যশোরে শ্রেষ্ঠ পাট চাষিদের সংবর্ধনা

যশোরে শ্রেষ্ঠ পাট চাষিদের সংবর্ধনা

যশোরে পাট চাষি সমাবেশে জেলার শ্রেষ্ঠ ১৫ জন চাষিকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় ‘সোনালী আঁশের সোনার দেশ মুজিব বর্ষে বাংলাদেশ’ স্লোগানে পাট চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়। পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় যশোরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন পাট অধিদপ্তরের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক দীপক কুমার সরকার। তিনি বলেন, গ্রাম পর্যায়ে আমরা পাট চাষিদের মাঝে পাটের যে গুনগতমান তা পৌঁছে দিব।

সব কৃষকের মাঝে পাট চাষ করার জন্য সকল প্রকার সামগ্রী দেয়া হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক সৌমিত্র সরকার, বৈজ্ঞানিক কর্মকর্তা সৈয়দ নজরুল ইসলাম, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম সরোয়ার তালুকদার ও জেলা পাট উন্নয়ন কর্মকর্তা উজ্জ্বল কান্তি বড়াল ও সদর উপজেলা কৃষি অফিসার শেখ সাজ্জাদ হোসেন প্রমুখ। সমাবেশে শ্রেষ্ঠ চাষি হিসেবে ১৫জনকে ক্রেস্ট ও স্প্রে মেশিন প্রদান করা হয়।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com