December 21, 2024, 5:04 pm

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
যশোর বাপুসের সাধারন সম্পাদক ও তার সহধর্মিনি নিহত, সাতক্ষীরা বাপুসের শোক

যশোর বাপুসের সাধারন সম্পাদক ও তার সহধর্মিনি নিহত, সাতক্ষীরা বাপুসের শোক

Decks: যশোর জেলা পুস্তক  প্রকাশক ও বিক্রেতা  সমিতির সাধারণ সম্পাদক,খুলনা বিভাগীয সাংগঠনিক কমিটির সহসভাপতি, মোর্শেদ লাইব্রেরির সত্ত্বাধিকারী মহসিন সরকার (৫৫) ও তার স্ত্রী রেহেনা আক্তার রিনা (৪৮) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।আহত হয়েছে ২ শিশু, শনিবার যশোর থেকে ঢাকায় যাওয়ার পথে মাগুরায় তাদের প্রাইভেটকারটি দুর্ঘটনার কবলে পড়ে নিহত হয় মহসিন সরকার ও তার সহধর্মিনি রেহেনা আক্তার রিনা, নিহত মহসিন সরকার যশোর শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। শনিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রাইভেটকার যোগে তারা যশোর থেকে ঢাকা যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের শিমুলিয়া নামক স্থানে পৌঁছালে বৃষ্টির কারণে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এসময় স্থানীয়রা মহসিন, তার স্ত্রী রিনা এবং দুই শিশু মাহিমা ও হাসানকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মহসিন ও রিনাকে মৃত ঘোষণা করেন। আহত শিশু মাহিমা ও হাসানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশেষ সুত্রে জানা গেছে নিহতদের পুত্র অস্ট্রেলিয়াই থাকায় সোমবার জানাযা নামাজ শেষে মরহুমদের দাফন করা হবে,  এ দিকে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির যশোর জেলা   শাখার সাধারণ সম্পাদক,খুলনা বিভাগীয সাংগঠনিক কমিটির সহসভাপতি, মোর্শেদ লাইব্রেরির সত্ত্বাধিকারী মহসিন সরকার (৫৫) ও তার স্ত্রী রেহেনা আক্তার রিনার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাতক্ষীরা জেলা শাখার আহবায়ক সাইফুল ইসলাম বাবু,যুগ্ন আহবায়ক কাইয়ুম সরকার,মো: আবু ছালেক,সদস্য আফছার উদ্দীন,শফিউল্লাহ ভুইয়া সাগর,জাহাংগীর হোসেন মোল্যা,মনজুর খান চৌধুরি চন্দন,মিলন আহম্মেদ,মিহির কুমার,আ জ মো: নাসির উদ্দীন,তাইজুল ইসলাম, সামিউল ইসলাম,তাহের হোসেন চান্দু,সামছুর রহমান সহ সাতক্ষীরা জেলার সকল উপজেলা কমিটির কর্মকর্তা ও সদস্য বৃন্দ,সাথে সাথে নিহতদের আত্বার মাগফেরাত কামনা করা হয়েছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com