February 5, 2025, 8:59 am
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন সংকটের কারনে ৭ রোগীর মৃত্যুর ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে। কমিটির নেতৃত্বে থাকবেন ডা. কাজী আরিফ আহমেদ। এছাড়া দু’জন সদস্য হলেন ডা. সাইফুল্লাহ ও ডা. মারুফ। এদিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতারের তত্বাবধায়ক ডা: কুদরত ই খোদা আজ সকালে ৪জনের মৃত্যুর কথা স্বীকার করেছেন। তিনি জানান, অক্সিজেন সংকট ছিল না। কিন্তু প্রেসার কমে যায়। এরফলে সমস্যা হয়েছে। কেন প্রেসার কমে গেল তার জন্যে ডা. আরিফ আহমেদকে প্রধান করে ৩সদস্যের কমিটিকে আগামী ৩দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
Comments are closed.