December 21, 2024, 3:09 pm
বয়সের সীমারেখা আরোপের পর যুবলীগে বয়স্করা নেতৃত্বের দৌড়ে ছিটকে গেলেও আলোচনায় এসেছেন তরুণরা। যারা ভবিষ্যতে সংগঠনটিতে শীর্ষ পদের দাবিদার। নেতৃত্ব বাছাইয়ের ক্ষেত্রে বয়সের এই নির্ণায়ককে স্বাগত জানিয়েছেন তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা।তৃনমূল পর্যায়ের নেতাকর্মীরা জানান, যুবলীগের নেতৃত্বে বয়সের সীমারেখা আরোপের মাধ্যমে যুবলীগ তার অতীত ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষা করে নতুন দিনের সূচনা করবে। যুবলীগের নতুন নেতৃত্বের দৌড়ে নেতারা দৃষ্টি রাখছেন তার প্রতিদ্বন্দ্বি সতীর্থদের বয়স কত সেদিকে।অর্থাৎ বয়স এখন যুবলীগের রাজনীতিতে বড় ফ্যাক্ট। পদপ্রত্যাশীরা একে অন্যের কত বয়স- এ বিষয়ে খোঁজ নিচ্ছেন জানিয়ে তারা আরো বলেন, যুবলীগের সপ্তম কংগ্রেস উপলক্ষে কেন্দ্রীয় যুবলীগের শীর্ষপদে এগিয়ে থাকবেন মানিকগঞ্জ জেলার কৃতি সন্তান ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।মোতাহার হোসেন সাজু সমন্ধে তার নিজ জেলা সহ তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা বলেন, পারিবারিক ভাবে আওয়ামীলীগ পরিবারে বেড়ে ওঠা মানিকগঞ্জ জেলার মোতাহের হোসেন তার নানা মুখি কর্মকান্ডে দেশের বিভিন্ন স্থানে তার জনপ্রিয়তা চোখে দেখার মতো। তিনি (মোতাহার হোসেন) সাবেক ছাত্রলীগ নেতা, সাবেক সহ-আইন সম্পাদক, প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ, সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদ ও সাংগঠনিক সম্পাদক, পেশাজীবি সমন্বয় পরিষদে দক্ষতার সাথে দায়িত্ব পালনে নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করেছেন।বর্তমানে মোতাহের হোসেন বাংলাদেশ আওয়ামীলীগ সরকার পক্ষে আইনজীবী হিসেবে হাইকোর্ট বিভাগ ও আপীল বিভাগে পরিচালনা করেছেন বঙ্গবন্ধু হত্যা মামলা, বিচারপতি অপসারণ সংক্রান্ত মামলা, ৫ম সংশোধনী সংক্রান্ত মামলা, জেল হত্যা মামলা, মোবাইল কোর্ট সংক্রান্ত মামলাসহ অসংখ্য মামলা। ২০০১ থেকে ২০০৯ পর্যন্ত জননেত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, বাহাউদ্দিন নাসিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, রবিউল মুক্তাদির, সাঈদ খোকন, গড ফাদার সংক্রান্ত মামলাসহ রাজনৈতিক অসংখ্য মামলা পরিচালনায় অংশগ্রহণ করেছেন ।
যিনি তাঁর (মোতাহার হোসেন) নিজ পেশার বাহিরে কখনো আয় করার ক্ষেত্র হিসেবে চিন্তা করেন না। যিনি উচুমাপের নেতা হওয়া সত্ত্বেও একজন কর্মীর মতো সহজ সরল জীবন যাপন করেন। অত্যান্ত পরোপকারী। যার প্রতিটি পদক্ষেপে আছে ইবাদতসম সততা। বর্তমানে চলমান দুর্নীতি বিরোধী, মাদক বিরোধী ও ক্যাসিনো বিরোধী অভিযানের যাত্রা অব্যাহত রাখতে তাঁর মতো নেতা যুবলীগের নেতৃত্বে আনা প্রয়োজন বলে মনে করেন তারা।
Comments are closed.