নিজস্ব প্রতিনিধি: মিনি পতিতালয় ক্ষ্যাত শহরের সংগ্রাম টাওয়ারে গোয়েন্দা পুলিশের অভিযানের ঘটনায় মানব পাচার আইনে পুলিশের দায়েরকৃত মামলার আসামী পৌর যুবলীগের সভাপতি পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত জেলা যুবলীগের সদস্য তুহিনুর রহমান তুহিনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস সড়ক থেকে গোয়েন্দা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গোয়েন্দা পুলিশের ইনন্সপেক্টর মহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।গত ৭ অক্টোবর শহরের সংগ্রাম টাওয়ারে অবস্থিত আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারীসহ ৮ জনকে আটক করে পুলিশ। পরিচালিত এই অভিযানে হোটেলটির বিভিন্ন কক্ষে তল্লাসী চালিয়ে বিপুল পরিমান কনডম ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। হোটেলটি পরিচালনা করেন যুবলীগ মাহি গ্রুপের পৌর শাখার সভাপতি তুহিনুর রহমান তুহিন। ঐদিন রাতেই তাকে দল থেকে অব্যাহতি প্রদান করা য়।হআটককৃত ৮ আসামীসহ তুহিনের বিরুদ্ধে সাতক্ষীরা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফরিদ হোসেন বাদী হয়ে মানব পাচার আইনে মামলা দায়ের করেন। ঐ মামলায় তুহিন পালাতক ছিল।যুবলীগ মাহি গ্রুপের নেতা তুহিন পরিচালিত সংগ্রাম টাওয়ার থেকে গাঁজা ও কনডম ও ২নারীসহ আটক ৮ (আপডেটসহ ভিডিও)যুবলীগ মাহি গ্রুপ থেকে অব্যাহতিপ্রাপ্ত তুহিন পলাতক: ৯ জনকে আসামী করে মানবপাচার আইনে মামলা