সাতক্ষীরা প্রতিনিধিঃ রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার ক্লাব এ্যাসেম্বেলি দীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় মাওয়া চায়নিজ রেস্টুরেন্টে রোটার্যাক্ট ক্লাব অব সাতক্ষীরার সভাপতি রোঃ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রোটারী ক্লাব অব সাতক্ষীরার পিপি ও জোনাল এডভাইজার রোটাঃ সৈয়দ হাসান মাহমুদ(পিএইচ এফ), আইপিপি রোটাঃ হাসিবুর রহমান রনি, প্রেসিডেন্ট রোটাঃ মীর মোশাররফ হোসেন মন্টু, রোটাঃ পিপিঃ হাবিবুর রহমান হাবিব, পিএসসিসি (আরএফএসএম), রোটাঃ মনিরুজ্জামান টিটু, রোটারী ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক ৩২৮১ এর রোটার্যাক্ট ডিস্ট্রিক সেক্রেটারী রোঃ জাহিদ হাসান টনি, ডিস্ট্রিক এডিটর রোঃ আল মামুন জীবন, রিজিওনাল রিপ্রিজেনটেটিভ রোঃ শাফায়েত মাশায়েল অভি, জোনাল রিপ্রিজেনটেটিভ রোঃ সুজন মাহামুদ, জোনাল রিপ্রিজেনটেটিভ রোঃ নাহমুল শাকিল নাফিজ। স্বাগত বক্তব্য রাখেন, প্রোগ্রাম চেয়ারম্যান রোঃ একেএম মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানে ক্লাবের পক্ষ থেকে ডিস্ট্রিক অফিসিয়াল নেতাদের সংবর্ধনা প্রদান করা হয়, ক্লাবের বিভিন্ন বিষয়ে দিকনিদের্শনা প্রদান এবং নতুন সদস্য আসিফ ইমরানকে পিন পরানোর মধ্যদিয়ে অভিষেক করা হয়