November 21, 2024, 8:38 am
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে র্যাবের অভিযানে তিনজন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। পৃথক অপর এক অভিযানে ১৩ বোতল বিদেশী মদসহ আরো একজনকে আটক করা হয়েছে।
র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর স্কোয়াড্রন লীডার মোঃ ইশতিয়াক হোসাইন জানান, রোববার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা কোম্পানীর সদস্যরা কলারোয়া থানার সোনাবাড়িয়া গ্রামের গায়েনপাড়ার সুজন খান এর বসত বাড়ির সামনে অভিযান চালায়।
এ সময় শেখ আব্দুল নাইমের ছেলে শেখ আব্দুল আরিফ (৫২), শেখ আব্দুল আরিফ এর স্ত্রী মোছা- ফজিলা বিবি (৪৫) এবং শেখ আব্দুল আরিফ এর মেয়ে মিস রুম্পা খাতুন (১৫) কে আটক করা হয়। তাদের সকলের বাড়ি ভারতের উত্তর চব্বিশ পরগনা জেলার অশোকনগর থানার বড়বামুনিয়া গ্রামে। তারা বিনা পাসপোর্টে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-৩৬, তারিখ ২৪/১০/২০২১ ইং।
এদিকে র্যাব সদস্যরা একই দিন বেলা সাড়ে ৩টার দিকে কলারোয়ার রেউই বাজার এলাকায় পৃথক অপর এক অভিযানে ১৩ বোতল বিদেশী মদসহ আরো একজনকে আটক করে। আটক ব্যক্তির নাম মোঃ জাহিদুল (২০)। সে কেড়াগাছির হরিণা গ্রামের নুরআলী সরদারের ছেলে। তার বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-৩৫, তারিখ ২৪/১০/২০২১ ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬ (১) সারণী ২৪ (ক)।
Comments are closed.