January 15, 2025, 10:33 am
র্যাবের অভিযানে ৩’শ ৮২ বোতল আমাদানী নিষিদ্ধ ভারতীয় ফেন্সিডিলসহ একজনকে আটক করা হয়েছে। শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার ঘোনা এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীর নাম গোলাম মোস্তফা (৬০)। তিনি সদর উপজেলার ভাড়ুখালি গ্রামের মৃত মোতালেব গাজীর ছেলে। র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, সদর উপজেলার ঘোনা ইউনিয়ন এলাকায় কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে মাদক বেচা কেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একপি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান থেকে গোলাম মোস্তফাকে ৩’শ ৮২ বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করা হয়। তিনি আরো জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দেয়া হয়েছে এবং জব্দকৃত ফেন্সিডিলসহ তাকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
Comments are closed.