December 26, 2024, 8:32 pm
সাতক্ষীরা প্রতিনিধি: আগামী ২১ সেপ্টেম্বর সাতক্ষীরা ল স্টুডেন্টস ফোরামের বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সাতক্ষীরা ল কলেজের শিক্ষার্থীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনটি সুষ্ঠু ও নিরপেক্ষা করার লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ল কলেজের হল রুমে মনোনয়ন পত্র বিক্রয় শুরু হয়। ১৩ সেপ্টেম্বর মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। মনোনয়নপত্র প্রত্যাহারের তারিখ ১৪ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ১৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা থেকে সাড়ে ৮ টা পর্যন্ত। ১ম দিনে নির্বাচনী ফরম সংগ্রহ করেন ১২জন। এর মধ্যে মনোনয়ন পত্র জমা দেন ১১ জন। মনোনয়নপত্র বিক্রয়কালে উপস্থিত ছিলেন প্রধান নির্বাচন কমিশনার নাজমুল হক, নির্বাচন কমিশনার কাজী শাহাব উদ্দীন সাজু, শেখ মোখলেছুর রহমান, মো. নূর আলী।
Comments are closed.