January 15, 2025, 6:38 am
সকল জল্পনা কল্পনা শেষে জেলার শ্যামনগর উপজেলার ৫নং কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন শেখ আব্দুর রহিম। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, সত্যের জয় সব সময়ই হয়।
২০২১ সালের এ ইউপি নির্বাচনের তৃতীয় ধাপের শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়। উপজেলার সবকয়টি ইউনিয়নের মধ্যে নির্বাচিত সকল চেয়ারম্যানরা আগেই শপথ নিয়েছেন। ওই নির্বাচনে আমাকে বিজয়ী ঘোষণা করা হলেও আমার প্রতিদ্বন্দ্বি প্রার্থীর করা মিথ্যা মামলায় কৈখালী ইউনিয়নের নির্বাচনের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়। এ নিয়ে নানা জটিলতা শেষে হাইকোর্টের নির্দেশে সত্য উদঘাটন হলো। মহান আল্লাহ্ সব কিছু পেছনে ফেলে আমাকে বিজয় এনে দিয়েছেন। এ বিজয় আমার নয়, কৈখালী ইউনিয়নবাসীর।
Comments are closed.