January 15, 2025, 5:06 am
শহরে প্রতিনিয়ত যানজটে নাকাল হয়ে উঠছে জনজীবন। শহরের সুলতানপুর দিবা-নৈশ কলেজ মোড়, কেষ্ট ময়রার ব্রিজ, পিএন স্কুলের মোড়, বড়বাজার ব্রিজ, পাকাপুলের মোড়, লাবনী হলের মোড়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনেসহ সর্বত্র যানজটে বিপর্যস্থ হয়ে পড়েছে জীবন। সকাল ৮টা থেকে রাত অবধি একই চিত্র দেখা যায় এসব স্থানে। বন্দোবস্তহীন অবৈধ দোকান, বিভিন্ন দোকানের সামনে রাস্তা দখল করে পেতে রাখা সাইন বোর্ড, মালামাল প্রদর্শন, নিজস্ব মটরসাইকেল পার্কিংয়ের কারণে যানজট লেগেই থাকে। হেঁটে চলাও দায় হয়ে পড়ে।
সেই সাথে বিকট আওয়াজে শব্দ দূষণে কান-মাথা ঝিম ধরে যায়। বিশেষ করে যানজট লেগে থাকলে হালকা ও ভারি যানবাহনের হুইসেল যেনো থামতেই চায় না। বেঁজেই চলে হাইড্রোলিক হর্ন। ফুটপথ ও সরকারি রাস্তা দখল করে রাখার কারণে চলার পথ হয়ে গেছে সংকীর্ণ। এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ হলে যানজট ও দূষণ কমবে বলে শহরবাসির অভিমত। এব্যাপারে পৌর কর্তৃপক্ষ প্রশাসনের সহায়তায় অচিরেই পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেন শহরবাসি।
Comments are closed.