January 15, 2025, 7:27 am
সাভারে কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারী এবং নড়াইলের অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের লাঞ্চিত করার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে রবিবার বেলা ১১ টায় জেলা প্রেসক্লাবের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়।
বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখারর সভাপতি অধ্যক্ষ এনামুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যাপক মনিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রহমান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ এ.আর.এম মোবাশে^রুল হক, অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, উপধ্যাক্ষ ময়নুল হাসান, অধ্যাপক নুর মোহাম্মদ পাড়, অধ্যাপক ইদ্রিস আলী, অমিত চক্রবর্তী, প্রভাষক বাসু দেব সিংহ প্রমুখ। বক্তারা এ সময় কলেজ শিক্ষক উৎপল কুমার সরকারের হত্যাকারী এবং অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসসহ দেশব্যাপী শিক্ষক লাঞ্ছিতকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টামূলক শাস্তির জোর দাবি জানান।
Comments are closed.