শিক্ষামন্ত্রী দীপু মনি এবং শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল বিমানযোগে সিলেটে পৌঁছে হযরত শাহজালাল ও শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন।রোববার (২৯ সেপ্টেম্বর) সকাল থেকে বিকাল ৫টা পর্যন্ত সিলেটে বেশ কিছু কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা।একদিনের সফরে সিলেটে পৌঁছানোর পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান নওফেল একে একে বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন।দুপুর দেড়টার দিকে সিলেট অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেট বিভাগের চার জেলার নতুন ১৪টি বিদ্যালয়ে মিড-ডে মিল কার্যক্রম ভিডিও কনফারেন্সে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।এরপর শিক্ষার্থীদের সঙ্গে বেঞ্চে বসে মিড-ডে মিলের খাবার খান শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপমন্ত্রী।এসময় শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে স্কুল ফিডিং নীতিমালার আওতায় সরকারের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পর মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর মিড-ডে মিল চালু করেছে। শিশুদের স্কুলমুখী করতে প্রতি মিলের জন্য আগ্রহী শিক্ষার্থীদের কাছ থেকে অনূর্ধ্ব ২০ টাকা গ্রহণ করা যাবে। প্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত রান্নার জায়গা এবং রান্না পরিবেশন করার জনবলের ব্যবস্থা করা হবে।উদ্বোধন হওয়া ১৪টি বিদ্যালয়ের মধ্যে সিলেটে দুটি, মৌলভীবাজারে তিনটি, হবিগঞ্জে চারটি এবং সুনামগঞ্জের পাঁচটি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।