January 15, 2025, 12:07 pm
শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক গাজী। শিক্ষার্থীদের ঈদের ছুটি শেষে সেমাই খাওয়ানোর মধ্য দিয়ে ঈদ পূর্ণমিলনী করা হয়েছে।
ব্যতিক্রমী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরা। পড়ালেখা ও শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করতে ব্যতিক্রমী এসব উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এসময় উপস্থিত ছিলেন নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক নাজমুল লায়লা বিথী, সহকারী শিক্ষক লিপিকা রাণী, কবির হোসেন, তৈয়েবুর রহমান, শামিম পারভেজ, ফারুক হোসেন এমএম নওরজ, রাবেয়া খাতুন, সাবিনা শারমিন, শাহিনা পারভিন, নাজমা খাতুন, সিরাজুল ইসলাম প্রমূখ। ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া বলেন, আমি কোন দিন ভাবতেই পারিনি স্কুলে এসে সেমাই খাবো। খুবই ভালো লেগেছে। প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী বলেন শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করার জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছি। এতে পড়লেখায় তাদের আগ্রহ বাড়ছে। এসব আয়োজনে শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আসার আগ্রহ বাড়বে।
Comments are closed.