January 13, 2025, 9:08 pm
বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার। শনিবার (২৬ জুন) এক টুইট বার্তায় এ তথ্য জানান তিনি। টুইট বার্তায় মিলার লেখেন, কোভিড-১৯ প্রতিরোধে গ্যাভি-কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে শিগগিরই ২৫ লাখ ডোজ মডার্নার টিকা দেবে যুক্তরাষ্ট্র।
এর আগে করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ধুঁকতে থাকা বিশ্বের বিভিন্ন দেশকে নিজেদের কাছে মজুত থাকা সাড়ে ৫ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণের উদ্যোগ নেয় যুক্তরাষ্ট্র।
হোয়াইট হাউজ জানায়, করোনা টিকার ন্যায্য বিতরণ নিশ্চিতে গঠিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে এসব টিকার ৭৫ শতাংশ যাবে লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল, এশিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশ। হোয়াইট হাউজের এ টিকা এশিয়ার যেসব দেশ পাবে সেই তালিকায় বাংলাদেশও আছে।
Comments are closed.