January 15, 2025, 7:53 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শ্যামনগরের গাবুরার ৪ শ্রমিক ইটভাটার টাকা নিয়ে উধাও ||

শ্যামনগরের গাবুরার ৪ শ্রমিক ইটভাটার টাকা নিয়ে উধাও ||

শ্যামনগর প্রতিনিধি: শ্যমনগরের গাবুরার চাঁদনীমূখা গ্রামের ৪ শ্রমিক ইটভাটার টাকা নিয়ে উধাও হওয়ার খবর পাওয়া গেছে। ইটভাটায় শ্রমিকের কাজে যাওয়ার প্রলোভন দেখিয়ে আড়াই লক্ষ টাকা নিয়ে পার্শ্ববর্তী ভারতে পাড়ি জমিয়েছে ইট ভাটার সর্দার চাঁদনীমূখা গ্রামের মৃত ফজর আলী শেখের পুত্র রবিউল শেখ এ তথ্য জানান। তিনি আরো জানান, তার নিকট থেকে একই গ্রামে আবুল হোসেন শেখের পুত্র সায়নুর রহমান, আব্দুন নুর, স্ত্রী নুরুন্নেছা, আজিজ মোড়লের পুত্র তরিকুল ইসলাম ইটভাটার শ্রমিক হওয়ার সুবাদে তার নিকট থেকে আড়াই লক্ষ টাকা গ্রহণ করে। গাবুরা ইট ভাটা শ্রমিক সরদার কল্যান  সমিতি লি. এর অধীনে ইটভাটার কাজের অগ্রীম চুক্তি নামা ও অঙ্গিকার নামা মর্মে টাকা প্রদান খাতায় স¦াক্ষর করে ও নগদে সায়নুর ৮০ হাজার, আঃ নুর ৭৫ হাজার, তরিকুল ৬০ হাজার ও নুর নেছা ৩৫ হাজার টাকা নিয়ে লাপাত্তা হয়েছে। আসন্ন ইট ভাটা মৌসুমে রবিউল শেখের অধিনে বাংলাদেশে তারা কাজ না করার সম্ভাবনায় দরিদ্র ইটভাটা শ্রমিক সর্দার রবিউল শেখ পড়েছে চরম বিপাকে। দাদন ও সমিতির থেকে টাকা ঋণ নিয়ে তাদেরকে দেওয়া হয়। রবিউল শেখ চরম হতাশায় ভুগছে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com