November 21, 2024, 6:28 am

সাংবাদিক আবশ্যক
সাতক্ষীরা প্রবাহে সংবাদ পাঠানোর ইমেইল: 1linenewsagency@gmail.com
শ্যামনগরে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

শ্যামনগরে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল, আতঙ্কে এলাকাবাসী

গত কয়েকদিনের টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড বিভাগ-১ এর আওতাধীন ১৬ নম্বর পোল্ডারের গাবুরা এলাকায় বেড়িবাঁধে বৃহস্পতিবার (১ আগস্ট) সকালে হঠাৎ করে এই ফাটল দেখা দেয়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

গাবুরার বাসিন্দা অয়েজ কুরুনী জানান, বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪নং ওয়ার্ডের ৩নং গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশংকা রয়েছে।

গাবুরা ইউপির ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন জানান, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। আজ সকাল নাগাদ তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার লাভ করেছে। আজই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।

গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, বর্ষা মৌসুমের শুরুতে নদ-নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি গত কয়েক দিনের টানা বৃষ্টিতে নদীর পানি আরো ফেপে উঠেছে। ফলে বেড়িবাঁধের স্লোবে জোয়ারের পানির ঢেউ ক্রমাগতভাবে আছড়ে পড়ায় বাঁধে ফাটল দেখা দিয়েছে। বাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে। শ্যামনগরে পানি উন্নয়ন বোর্ড বিভাগ -১ এর আওতাধীন ১৫নং পোল্ডারে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মোঃ সাজ্জাত হোসেন বলেন, আমরা জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নিয়েছি। আজই কাজ শুরু হবে।


Comments are closed.

ইমেইল: arahmansat@gmail.com
Design & Developed BY CodesHost Limited
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com