শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে কপোত্ক্ষ নদে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। মঙ্গলবার ভোরের দিকে পার্শ্বেখালী টেকেরহাট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) শতাধিক ফুট ব্লক কপোতক্ষ নদীতে ধসে পড়ে। স্থানীয় কবিরুল জানান, ভোরে ফজরের নামাজের সময় বিকট শব্দে ব্লক দিয়ে তৈরি পাউবো বেড়ীবাঁধ কপোতক্ষ নদীতে ধসে যায়। এ সময় মুসল্লিদের মধ্যে আতঙ্ক দেখা দেয়।গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুর আলম জানান, ২০০৯ সালে আইলার আঘাতে ক্ষতিগ্রস্থ পাউবো বাঁধ অদ্যবধি টেকসইভাবে নির্মাণ করা হয়নি। পাউবো কর্তৃপক্ষকে বার বার বলা সত্বেও সংশ্লিষ্টদের ঢিলেমিতে প্রায় ভাঙন শুরু হয়েছে। স্থানীয়দের সহায়তায় সেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ শুরু করা হয়েছে। তবে টেকসই বাঁধ নির্মাণ করা না গেলে ক্ষতিগ্রস্থ স্থান সম্পূর্ণ বিলীন হয়ে নোনা পানিতে সমগ্র গাবুরা ইউনিয়ন তলিয়ে আইলার মত ভয়াবহ বিপর্যয়ের সম্ভাবনা আছে।সংশ্লিষ্ট ১৫ নং পোল্ডারের দায়িত্বরত সেকশন অফিসার (এসও) সাজ্জাদুল ইসলাম ভাঙনে সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি পাউবো উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। সাতক্ষীরা পাউবো নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেন, ভাঙন কবলিত স্থানে বিকল্প রিং বাঁধ নির্মাণ করা হবে।