January 15, 2025, 8:47 am
শ্যামনগরে ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে আমন ধানের উফশী জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচী বাস্তবায়নের নিমিত্তে বিনামূল্যে সার ও বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১ হাজার ২শ কৃষকদের মাঝে বিনামূল্যে এ সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন সাতক্ষীরা ৪ আসনের জাতীয় সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আক্তার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান সাঈদ-উজ-জামান (সাঈদ), মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, শ্যামনগর থানা ওসি (তদন্ত) সানোয়ার হোসাইন মাসুম, প্রেসক্লাব সভাপতি জিএম আকবর কবীর, সহ-সভাপতি এসএম মোস্তফা কামাল প্রমুখ। এসময় প্রত্যেক কৃষককে ৫ কেজি ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে সঞ্চলনা ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এসএম এনামুল ইসলাম।
Comments are closed.