January 15, 2025, 11:47 am
শ্যামনগরের টেংরাখালীতে জোড়া খুনের প্রধান আসামি আব্দুল হামিদ লাল্টুসহ দুইজনকে আটক করেছে র্যাব। রোববার (১৭ জুলাই) র্যাব-৬ এর একটি আভিযানিক দল যশোর জেলার মনিরামপুর থানা এলাকা থেকে রাত সাড়ে ৯ টার দিকে আব্দুল হামিদ লাল্টু (৫২) ও মামলার ১৮নং আসামি বাবলু গাজী (৪২) কে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুলাই বিকালে জেলার শ্যামনগর থানার টেংরাখালী গ্রামে ৮নং ওয়ার্ড আ.লীগ কার্যালয়ে ওয়ার্ড আ.লীগ কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সাথে শ্যামনগর থানার রমজাননগর ইউনিয়ন আ.লীগের মিটিং চলাকালীন সময়ে আব্দুল হামিদ লাল্টু এবং তার প্রধান সহযোগী আজগার আলী বুলুর নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়৷
এ সময় হামলাকারীরা আ.লীগ কার্যালয়ে থাকা আসবাবপত্র, অফিসের সামনে থাকা মোটর সাইকেল ভাংচুর করে এবং উপস্থিত নেতাকর্মীরা বাধা দিলে তাদের উপরেও হামলা চালিয়ে জখম করে। পরে গুরুতর জখম অবস্থায় ১৮-২০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। এ সংঘর্ষের ঘটনায় আমির হোসেন এবং আব্দুল কাদের নিহত হয়। এব্যাপারে মো. আব্দুল বারী বাদী হয়ে শ্যামনগর থানায় ৭৩ জনকে আসামী করে ৪০/৫০ জন অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
Comments are closed.